1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. aksalman@gmail.com : AK Salman : AK Salman

দেশে শীতের আগমনী পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

  • পোস্টিং সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক :

আগামী ১০ নভেম্বরের পর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের ছোঁয়া মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শেষ দিকে শীত ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে বঙ্গোপসাগরে নভেম্বর মাসে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ মাসে বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, যা ঠান্ডা অনুভূতি বাড়িয়ে দেবে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের সাম্প্রতিক এক পোস্টে জানিয়েছে, সবকিছু অনুকূলে থাকলে ১০ নভেম্বরের পর থেকেই উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীতের সূচনা হতে পারে। মাসের শেষে ঢাকাসহ সারা দেশেই শীত অনুভূত হবে বলে তারা মনে করছে। তবে ডিসেম্বরের আগে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত নামবে এবং ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। রাজধানী ঢাকায় প্রকৃত শীত শুরু হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে।

বিশেষজ্ঞদের মতে, এ বছর শীতের সময়কাল স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি ঠান্ডা হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights © 2025 Admin News BD. All rights reserved. Developed by- OxyTechnoLab.
Site Customized By NewsTech.Com