1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. aksalman@gmail.com : AK Salman : AK Salman

ফার্মগেট স্টেশনে বিকল মেট্রোরেল, ১৫ মিনিট পর চালু

  • পোস্টিং সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬ Time View

রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে বিকল হয়ে পড়ে। টানা ১৫ মিনিটি পর ফের ট্রেনটি চলতে শুরু করে। কয়েক মিনিটের যান্ত্রিক ত্রুটির কারণে স্টেশনগুলোতে যাত্রীচাপ কিছুটা বেড়েছে। তবে ট্রেন যথারীতি চলছে।

শুক্রবার বিকাল ৩টা ২৪ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় এ সময় ট্রেনের বিদ্যুৎ সংযোগ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দেয় এবং কয়েকজন নেমেও পড়েন।

বিকল হয়ে পড়া ট্রেনটির যাত্রী ছিলেন নয়া দিগন্তের সাংবাদিক সৈয়দ মুসা রেজা। তিনি জানান, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনটি ফার্মগেট স্টেশনে এসে থেমে যায়। এসময় যাত্রীদের শান্ত রাখতে ট্রেনের লাউড স্পিকার থেকে কিছুক্ষণ পর পর বিভিন্ন ঘোষণা দেয়া হয়। লাউড স্পিকার থেকে বলা হয়, সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ — অনুগ্রহ করে ট্রেনে উঠতে ধাক্কাধাক্কি থেকে বিরত থাকুন এবং দরজা বন্ধের সময় কোনো বাধা সৃষ্টি করবেন না। এক ট্রেনে উঠতে না পারলে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। ১৫ মিনিট বন্ধ থাকার পর ৩টা ৩৯মিনিটে ট্রেনটি ফের চালু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একজন কর্মকর্তা জানান, বিকালে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে পড়ে। ১৫ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে। কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এটা কারিগরি বিভাগের লোকজন বলতে পারবে

ঢাকা ওয়াল/এমএস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights © 2025 Admin News BD. All rights reserved. Developed by- OxyTechnoLab.
Site Customized By NewsTech.Com