1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. aksalman@gmail.com : AK Salman : AK Salman

রংপুরে নির্যাতনের ভিডিও ভাইরালের জেরে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার

  • পোস্টিং সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২ Time View

রংপুরে শ্বশুরের যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের জেরে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী সোয়ান মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) পঞ্চগড় সদরের মিলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে মেট্রোপলিটন কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ।

পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার নগরীর বালা পাড়ায় সোহান মিয়ার বাড়ির নিজ ঘর থেকে তার স্ত্রী মিতু বেগমের (২২) লাশ উদ্ধার করা হয়। এর পরই একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শ্বশুর কসাই রাজা মিয়া (৫৬) পুত্রবধূ মিতু বেগমকে যৌন হয়রানির চেষ্টা করছেন। বিয়ের পর থেকেই মিতুকে রাজা মিয়া অবৈধ মেলামেশায় বাধ্য করে আসছিলেন। ওই দিন সকালে কৌশলে ভিডিওটি ধারণ করে ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন মিতু। সে কারণেই তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর ও স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নিহত মিতু বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটোরাম এলাকার মিনহাজুল হকের মেয়ে। তার এক ছেলে রয়েছে।

মিতুর বাবা মিনহাজুল হক মেয়ের শ্বশুর রাজা মিয়া (৫৬), স্বামী সোয়ান মিয়া (২৭), শাশুড়ি সোহাগী বেগম (৪৭), ননদ মিমি খাতুনসহ (২০) অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করে ধর্ষণ ও হত্যা মামলা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্বশুর রাজা মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ওয়াল/এমএস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights © 2025 Admin News BD. All rights reserved. Developed by- OxyTechnoLab.
Site Customized By NewsTech.Com