1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. aksalman@gmail.com : AK Salman : AK Salman

মুসলিম ঐতিহ্য ফেরাতে ঢাকায় বিনামূল্যের মুসাফিরখানা, থাকতে পারবেন নারীরাও

  • পোস্টিং সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ Time View

একসময় মুসলিম সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল মুসাফিরখানা। যেখানে সফররত মুসাফিররা নির্বিঘ্নে রাত্রিযাপন করতেন। কিন্তু কালের বিবর্তনে সেই জায়গা দখল করে নিয়েছে আধুনিক যুগের হোটেল-রেস্তোরাঁ। এমন পরিস্থিতিতে মুসলিমদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে বিনামূল্যের মুসাফিরখানা চালু করেছে হাফেজ্জী হুজুর রহ: সেবা ফাউন্ডেশন।‌

সোমবার (২২ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা ও এর বাইরে থেকে বিশেষত, অনেক আলেম, মুবাল্লিগ ও দ্বীনদার ভাইয়েরা আসেন, কিন্তু থাকার জন্য সুবিধাজনক পরিবেশ পান না, তাদের জন্যই মূলত এই মেহমানখানা চালু করা হয়েছে।

সুন্দর এই মুসাফিরখানার অবস্থান রাজধানীর মোহাম্মদপুরে। শিয়া মসজিদ থেকে মুসাফিরখানার দূরত্ব তিন মিনিটের পায়ে হাঁটা পথ।

শুধু আলেমরাই নন, পাশাপাশি সাধারণ মানুষও এখানে থাকতে পারবেন বলেও জানান মাওলানা মুহাম্মাদ রজীবুল হক। তিনি বলেন, চিকিৎসার জন্য রাজধানীতে আসা অসুস্থ ব্যক্তি, বিদেশগামী যাত্রীদের সাথে থাকা স্বজন, মাদরাসার কাজে আসা আলেম- সকলেই, যাদের দুই-তিন দিন ঢাকায় থাকতে হয়, তারাই এখানে রাত্রিযাপন করতে পারবেন।

মুসাফিরখানাটির সবচেয়ে ভালো দিক হলো- এখানে নারীদের থাকারও সুন্দর ব্যবস্থা আছে। তবে শর্ত হলো- তাদের সাথে শরঈ মাহরাম কোনো পুরুষ লোক থাকতে হবে।

রাত্রিযাপনের সুযোগ থাকলেও আপাতত খাবারের ব্যবস্থা নেই এই মুসাফিরখানায়। এখানে আগত মুসফিরদের নিজ দায়িত্বে খাবার গ্রহণ করতে হবে এবং স্বাভাবিকভাবে মুসাফিরখানায় তিন দিন থাকা যাবে। এরচেয়ে বেশি দিন থাকতে হলে তার আগেই কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে।

সুন্দর এই মুসাফিরখানার অবস্থান রাজধানীর মোহাম্মদপুরে। শিয়া মসজিদ থেকে মুসাফিরখানার দূরত্ব তিন মিনিটের পায়ে হাঁটা পথ। আরো সহজে বললে- মোহাম্মদপুরের কুবা মসজিদের পশ্চিমে ৪ নম্বর গলিতেই অবস্থিত হাফেজ্জী হুজুর রহ: সেবা ফাউন্ডেশনের এই মেহমানখানা।

এখানের সেবা নিতে আগ্রহী ব্যক্তিকে তার পূর্ণ পরিচয় ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং হাফেজ্জী হুজুর রহ: ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত কিংবা কর্তৃপক্ষের পরিচিত- এমন কোনো ব্যক্তির রেফারেন্স লাগবে।

মুসাফিরখানার সুন্দর এই উদ্যোগটি যাতে টিকে থাকে- এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights © 2025 Admin News BD. All rights reserved. Developed by- OxyTechnoLab.
Site Customized By NewsTech.Com